র্যাব-১২ অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ১ম হওয়ার কৃতিত্ব
এম চোখ ডট কম, গাংনী:
সাম্প্রতিক সময়ে অনেকটা বিরতির পর অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ১ম হওয়ার কৃতিত্ব অর্জন করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ। এ সকল কাজের ধারাবাহিকতার স্বীকৃতি স্বরূপ আজ রোববার (৩০ জুলাই) র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত অপরাধ সভায় র্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার) র্যাব-১২ কে সেরা হিসেবে ঘোষণা করেন। এছাড়াও র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন পিপিএম, কে শ্রেষ্ঠ ব্যাটালিয়নের বিশেষ সম্মাননা প্রদান করেছেন। যা অত্র ব্যাটালিয়নের জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেছে র্যাব-১২।
উল্লেখ্য, বাংলাদেশ আমার অহংকার” এ স্লোগান সামনে নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ডাকাত দল-অপরাধ চক্র, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, হত্যাএবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে এবং এধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ইতিপূর্বে যে সকল চরমপন্থী সর্বহারা সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাজের মুলধারায় ফিরে আসার সুযোগ করে দিয়েছে র্যাব-১২।
র্যাব-১২, সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত অধিনায় স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এ অর্জন অত্র ব্যাটিালিয়নের সকল সদস্যদের বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আরও পড়ুন : গাংনীতে র্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ আটক -১ হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী