শহীদ আবু সাঈদের নামে গাংনীতে স্টেডিয়ামের নাম ঘোষণা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার খড়মপুর গ্রামের দক্ষিণপাড়ার খেলার মাঠ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। একইসাথে মাঠটি সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের মাধ্যমে আগষ্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়ামে রুপান্তরের দাবি জানানো হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ আবু সাঈদের নামে এ মাঠটি স্টেডিয়াম নামকরণ ঘোষণা করেন।
অনুষ্ঠানে ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির ইউনিট সভাপতি মোস্তাক আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লাল্টু, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম, ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হোসেন, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, আব্দুল ওহাব বুলবুল, গাংনী উপজেলা যুবদলের সভাপতি চপল বিশ্বাস, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক, খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, টোকন আলী, জামাত আলী, জিয়াউল হক, জাহেদ আলী, রিপন আলী, যুবদল কর্মী রাজু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন যুবদল নেতা হাবিবুর রহমান কাজল।
অনুষ্ঠানে প্রস্তাবিত এ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা অনুশীলনের লক্ষ্যে সহযোগিতার হাত বাড়ান অনুষ্ঠানের অতিথিরা। এর মধ্যে দুটি ফুটবল উপহার দিয়ে মাঠ সংস্কারের জন ১০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন বিএনপি নেতা নুর ইসলাম। এছাড়াও খেলোয়াড়দের জন্য এক সেট জার্সি দেওয়ার ঘোষণা দেন কামাল হোসেন লাল্টু। একই মঞ্চে বিভিন্ন প্রকার সহযোগিতার প্রতিশ্রæতি দেন অনুষ্ঠানের সভাপতি আখেরুজ্জামান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ।