শেখ মুজিব ও তার কন্যা হাসিনা মানেই দুঃশাসন !! জাভেদ মাসুদ মিল্টন
এম চোখ ডটকম,গাংনী:
মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, ৭৫ এর বিপ্লবেও মানুষ মিষ্টি বিতরণ করেছে এবং আগস্ট বিপ্লবেও মানুষ একই আনন্দ করেছে। এর কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৫ পর্যন্ত যে দুঃশাসন করেছে তার কন্যা শেখ হাসিনাও ১৬ বছর তা ই করেছে। দুঃশাসন, খুন, গুম, লুটপাট ও অর্থ পাচারের কারনে দেশটা একটা নরকে পরিণত করেছিল শেখ হাসিনা। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণমানুষের বাংলাদেশ গড়ার সময় এসেছে।
গাংনীর কাজিপুর কলেজ প্রাঙ্গণে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপি আয়োজিত এ জনসভায় জাভেদ মাসুদ মিল্টন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আগষ্ট বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ নির্যাতন যুলুমের শিকার হয়েছেন। বিএনপি নেত্রী বেগম খালেজা জিয়া, তারেক রহমান যে কষ্ট করেছেন সে তুলনায় আপনাদের কষ্ট কিছুই না। মিথ্যা মামলায় তাকে সাড়ে ৬ বছর জেলে আটকে রাখা হয়েছিল। প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে দেশছাড়া করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে চিরদিনের জন্য ধুলিসাত করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনা এসব অপকর্ম করেছে। বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র মুক্তির পথ বের হয়েছে। তাই আপনাদেরকে আরও ধর্য্য ধরতে হবে। যতদিন না পর্যন্ত আপনি আপনার ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারবেন ততোদিন প্রকৃত বিজয় বা প্রকৃত মুক্তি হবে না।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহ আলম সাহাবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান গাড্ডু, জেলা যুবদলের সহ সভাপতি আব্দাল হক, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম ও জেলা ছাত্রদরের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।