শোভা হত্যাকারীর ফাঁসি দাবিতে মানব বন্ধন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর কলেজ ছাত্রী হত্যাকারী তার স্বামীর ফাঁসি দাবিতে মানব বন্ধন করেছে তার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে গাংনী প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ও শোভার পিতা জাপা নেতা আব্দুল হালিম।
প্রায় তিন বছর আগে গাজীপুরে ভাড়া বাসায় বসবাস করার সময় স্বামীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় শোভা। পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় হাজতবাস শেষে জামিনে মুক্ত হয় শোভার স্বামী রবিউল ইসলাম। তার জামিন বাতিল ও ফাসি দাবি করেন মানব বন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।