শেখ সফি/সোহাগ মন্ডলঃ (২৫/০৫/২০২২)
সলোমন, চার্চ অব বাংলাদেশের আয়াজনে ও ফ্রি প্রকল্প, দি লেপ্রসি মিশন ইন্টারন্যানাল বাংলাদেশ এর সহযোগীতায় সরকারি সেবা বিষয়ক অবহিতকরন এবং সম্পর্ক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষোদ সম্মেলন কক্ষ ওই অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা “সলোমন‘এর এ.ই.পি কো-অডিনেটর মিসেস সন্ধ্যা মন্ডলের সভাপতিত্বে সরকারী সেবা বিষয়ক অবহিতকরন এবং সম্পর্ক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিণদের চেয়ারম্যান আয়ূব হোসেন। কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যানাল বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা সুজিত মৌলিক ও গবেষনা কর্মকর্তা মুশফিক রহমান। কর্মশালা অনুষ্ঠানে ইউপি সদস্য, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী, ভূমি অফিসের প্রতিনিধি ও বাগোয়ান আদর্শ কুষ্ট ও প্রতিবন্দী উন্নয়ন ফেডারেশনের সদস্যসহ ৩০ অংশগ্রহণ করেন প্রমূখ।
সরকারি সেবা বিষয়ক মুজিবনগরে অবহিতকরন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
217