সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের সাংবাদিক কন্যা লাকি
এম চোখ ডট কম, মেহেরপুর :
অ্যাডভোকেট রাফিজা আলম লাকিসহ সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার রাতে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৩ আগস্ট ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক রাষ্ট্রপতি বাংলাদেশ ল’ অফিসার অর্ডার ১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করলেন।’
অ্যাডভোকেট রাফিজা আলম লাকি মেহেরপুরের আমঝুপি গ্রামের বাসিন্দা ও মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলমের কন্যা। ন্যায় নিষ্ঠাভাবে দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে লাকির মত একজন সৎ মানুষকে সহকারি অ্যাটর্নি জেনারেল হওয়ার খবরে তার পরিবার, আত্মীয় স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। সাংবাদিক সমাজের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিননন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সুপ্রিম কোর্টে আইন পেশায় কর্মরত অ্যাডভোকেট রাফিজা আলম লাকি এলাকার অনেক মানুষের কাছেই পরোপকারী পরিচিত মুখ হিসেবে আখ্যায়িত। তার সফলতা কামনা করেছেন তাই এলাকার মানুষ।