এম চোখ ডটকম, গাংনী: দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুর নিউজের গাংনী প্রতিনিধি সাহাজুল সাজুর বাবা দবির উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। মঙ্গলবার ভাের ৫টার সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। ৬ সন্তানের জনক দবির উদ্দীন মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় হাড়িয়াদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে হাড়িয়াদহ গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হবে বলে পারবারিক সূত্র জানিয়েছে।
সাংবাদিক সাহাজুল ইসলাম সাজুর বাবার ইন্তেকাল
previous post