159
সাতক্ষীরায় গাংনীর এসআই রাশেদের মৃত্যু
এম চোখ ডট কম, গাংনী :
সাতক্ষীরার করয়োরা থানায় কর্মরর এসআই আরিফুল ইসলাম রাশেদের (৪৫) মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) সকালে থানা পুকুরে গোসল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কলরোয়া থানা পুলিশ।
আরিফূল ইসলাম রাশেদ গাংনী উপজেলার গোপালনগর গ্রামের প্রয়াত লোকমান মাস্টারের ছেলে।
জানা গেছে, দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক এসআই আরিফুল ইসলাম রাশেদ। তার মরদেহ গ্রামে আনা হচ্ছে বলে জানান তার স্বজনরা। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার শুভাকাঙ্খি ও স্বজনরা।
আরও পড়ুন যেসব এলাকায় বৃষ্টি হতে পারে আজ
মেহেরপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ১০ লক্ষ টাকা চুরি