সাবেক এমপি আমজাদ হোসেনের সাথে তেতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়
এম চোখ ডটকম, গাংনী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) এর সাংগঠনিক কার্যক্রম এর অংশ হিসেবে এবং বর্তমান বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও দলের নেতাকর্মীদের করণীয় নিয়ে তেতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর – ২ ( গাংনী ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন । রবিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইউসুফ হোসেন, পৌর যুবদলের যুগ্কাম আহবায়ক আহসানুল হক সুমন , দলের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, কামাল হোসেন, জুয়েল, আব্দুল হালিম, সোলায়মান, হাসমত আলী, শরিফুল ইসলাম, পলাশ সহ তেতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করে আজকের অবস্থানে এসেছি। তিনি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা যাতে কোন অবস্থাতে কেউ নস্যাৎ করতে না পারে বিএনপির নেতাকর্মীদের সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের রক্তের বিনিময়ে আমরা নুতন করে আবার দেশের স্বাধীনতা পেলাম বলে উল্লেখ করেন তিনি । তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন কোন অবস্থাতে মানুষের উপর প্রতিশোধ নেওয়া যাবেনা। তিনি বলেন, আওয়ামী অপশাসন ও দুঃশাসনের সময় দলের নেতাকর্মী যারা নির্যাতিত হয়েছে তাদের সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানান। তিনি বিএনপি কে সাংগঠনিকভাবে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেন। এছাড়া তিনি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দল ও দেশের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান । তিনি জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে দলকে সুসংগতি ও ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচলে দলকে ক্ষমতায় আনার জন্য নেতাকর্মীদের সকল প্রকার ত্যাগ স্বীকার করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের জন্য সর্বোচ্চ সহযোগিতার আহবান জানান।