266
এম চোখ ডটকম,মুজিবনগর:
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহ্াজ্ব গোলাম রসুল। আজ বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর সূর্যোদয় রেষ্ট হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল বলেন, তৃণমুল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হবে জেলা পরিষদ চেয়ারম্যান। অন্যান্য নির্বাচনের তুলনায় এবার নির্বাচন হবে একটু ভিন্ন আঙ্গিকে। ইলেক্ট্রনিক ভোটার মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে।
জেলার তিন উপজেলায় তিনটি কেন্দ্র স্থাপন করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। ফলে ভোট কারচুপি করার কোন সুযোগ নেই। এবং ভোটারদের ভয় পাওয়া বা সংকোচ প্রকাশের কনো কারন নেই। এসয়য় তিনি আরো বলেন, অন্যান্্য ভোটে বাংলাদেশ আওয়ামীলী দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়েছেন । কিন্তৃু জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলেও নৌকা প্রতীক দেয়নি ফলে সকলেই জেলা পরিষদ নির্বাচনে সকলেই অংশ গ্রহন করতে পারছেন। আমি দলীয় শৃঙখলার মধ্য দিয়েই আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছি।
এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরেপেক্ষ হবে এমন প্রত্যাশা রেখে ভোটারদের অভয় দেয়ার জন্য কাউন্সিল করার আহবান জানান নির্বাচন কমিশনের প্রতি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমার বিজয় নিশ্চিত বলেও আশা প্রকাশ করেন তিনি। মতবিনিময় সভায় মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ ওমর ফারুক, সহসভাপতি শাকিল রেজা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শফিউদ্দীন, যুগ্নসম্পাদক সোহাগ মন্ডল, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক এই আমার দেশ এর বিভাগীয় প্রতিনিধি নুরুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : গাংনী প্রেসক্লাবে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুলের মতবিনিময়