স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনে মনোনয়ন উত্তোলন করলেন ডাঃ সজিবুল হক।
এম চোখ ডটকম, মেহেরপুর :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ডাঃ সজিবুল হক।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ডাঃ সজিবুল হক দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। চিকিৎসক হিসেবে সমাজের সর্বস্তরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় ডাঃ সজিবুল হক বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। সব ক্ষেত্রে মানুষের পাশে থাকতে চাই—এটাই আমার অঙ্গীকার।”
এ সময় তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।