স্বাধীনতা ও গণতন্ত্রের নৌকার পক্ষে ভোট চাইলেন মেহেরপুর-২ আসনের আ.লীগ প্রার্থী ডাঃ সাগর
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বলেছেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক; নৌকা গণতন্ত্রের প্রতীক। এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চত করেছেন গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি। তাই উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক নৌকা প্রতীক বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার বিকেলে গাংনী উপজেলা শহরে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নৌকায় ভোট দিলে মানুষের জীবন মান উন্নয়ন হয় উল্লেখ করে তিনি বলেন, আমরা নৌকা ভোট দিলে ঘরে বিদ্যুত আসে। আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হয়। সবাই নিবিঘেœ জীবন যাপন করতে পারেন। নৌকায় ভোট দিলে সব মানুষের উন্নয়ন হয়। আওয়ামী লীগ কখনও দলের উন্নয়ন করে না। আওয়ামী লীগ উন্নয়ন করে সবার। উন্নয়নের প্রতীক নৌকা প্রতীক আবারও বিজয় করতে তিনি তাই সকলের প্রতি আহবান জানান।
গণসংযোগকালে উল্লেখযোগ্য বিষয়ে পরিণত হয় গাংনী পৌরসভার বতর্মান মেয়র আহম্মেদ আলী ও সাবেক মেয়র আশরাফুল ইসলামের একসাথে উপস্থিতি। পৌরসভার ভোটে দুজন দুজনার প্রতিদ্বন্দী হলেও এবারের সংসদ নির্বাচনের সেই চিত্র ভিন্ন।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়াী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, গাংনী পৌর আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজাসহ পৌর আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ।
গাংনী বাজারে গণসংযোগ শেষে সাহারবাটি ইউনিয়নে কয়েকটি পথ সভা ও গণসংযোগ করেন ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর। এসময় সাহারবটি ইউপি চেয়াম্যান মশিউর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।