স্বাভাবিক হয়েছে মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম আজ স্বাভাবিক হয়েছে। তিনটি থানার প্রাথমিক কার্যক্রমের পাশাপাশি সড়ক সামলাতে রাস্তায় রয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
সোমবার সকাল থেকেই মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর থানায় পুলিশের সকল কার্যক্রম শুরু হয়। জিডি, অভিযোগ, মামলা দায়েরসহ পুলিশের প্রাত্যহিক কাজকর্ম চালু করা হয় তিন থানায়। এছাড়াও শহরের যে যে পয়েন্টগুলোতে এর আগে ট্রাফিক পুলিশ মোতায়েন করা ছিল সেই সব পয়েন্টগুলোতে প্রয়োজনীয় ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পুলিশের স্বাভাবিক কার্যক্রম চালু সম্পর্ক নিশ্চিত করে মেহেরপুর পুলিশ সুপার এসএম নাজমুল হক বলেছেন, মেহেরপুর জেলায় কোন বিশৃংখল কর্মকান্ড না হওয়ায় পুলিশ সদস্যরা সবাই জেলাতেই ছিলেন। ফলে সব পুলিশ সদস্য দায়িত্ব পালনের জন্য কাজে যোগ দিয়েছেন।