১ অক্টোবর ভোট বিপ্লব শীর্ষক আলোচনা সভা || আগস্ট বিপ্লবে তারেক রহমানের ভুমিকা অবিস্বরণীয়-আসাদুজ্জামান বাবলু
এম চোখ ডট কম, গাংনী:
৫ আগস্ট বিপ্লবে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান অবিস্বরণীয় বলে উল্লেখ করেছেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ১ অক্টোবর ভোট বিপ্লব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বক্তৃতায় তিনি বলেন, ২০০১ সালের ১ অক্টোবর বিএনপির পক্ষে ভোট বিপ্লব হয়েছিল। আওয়ামী লীগের আমলে অত্যাচার নির্যাতন ও লুটপাটের কারণে বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে জবাব দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর চেয়ার উপহার দিয়েছিলেন। বিএনপি ক্ষমতার মেয়াদ পূর্তির পর আমরা দেখলাম দুই বছর আর্মি শাসন আর ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসন। এই ১৬ বছরের দুঃশাসন মোবাবেলা করে টিকে আছে বিএনপি।
বক্তৃতায় বিএনপির আন্দোলন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করেছে। এর সাথে তারা একের পর এক অন্যার অত্যাচার চালিয়ে গেছে। যা আল্লাহও সহ্য করেননি। আমরা আন্দোলন অব্যহত রেখেছিলাম। অন্যায় অত্যাচারের প্রতিবাদে রাজপথে ছিলাম। আমরা কিন্তু ঘাপটি মেরে ঘরের মধ্যে বসে ছিলাম না। ছাত্র-জনতার সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে সবচেয়ে বেশি ভুমিকা পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
আগামি দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে বিএনপিকে ধর্য্য ধরার আহবান জানিয়ে আসাদুজ্জামান বাবলু বলেন, বিগত ১৬ বছরে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। অসংখ্য মানুষ চাঁদাবাজির শিকার হয়েছেন। হামলা-মামলা নির্যাতনের চিত্র আমরা ভুলে যাইনি। মনে রাখতে হবে- যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়; যদি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে তবে সে সরকার হবে বিএনপির। বিএনপি ক্ষমতায় আসলে এসব নির্যাতনের বিচার অবশ্যই করা হবে। লুটপাটকারীদের বিচার করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান। পৌর ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রনেতা সাহিবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক নাইমুর রহমান, যুবদল নেতা হাবিবুর রহমান বকুল, ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি মিজানুর রহমান তোতা, পৌর কৃষক দল নেতা আমিনুল ইসলাম ও যুবদল নেতা সোহেল রানাসহ নেতৃবৃন্দ।