201
১ ফ্রেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
এম চোখ ডটকম,মুজিবনগর: আগামী ১ ফেব্রুয়ারি মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামীলীগ । গতকাল সোমবার বিকেলে মুজিবনগর পর্যটন মোটেলে বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সম্পাদক আবুল কালাম আজাদ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার ,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন ,মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আওয়ামীলীগ নেতা কতুব উদ্দীন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয় ।