অপারেশন ডেভিল হান্ট ।। মেহেরপুরের মুজিবনগর থানায় ৭ জন গ্রেফতার
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন (৫৭) সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল ২৪ ঘন্টায় মুজিবনগর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্টে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত পুর হলেন- মানিকনগর গ্রামের নজরুল ইসলাম (৪০) ও মাহাবুব ইসলাম (২৫), তারানগর গ্রামের শওকত ঘরামী (৬৫),ও একই গ্রামের ইব্রাহীম ঘরামী (৬০), শাহ জামাল (৫৮) এবং দুলু ঘরামী (৭০)। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং বাকি ৪ জন নানা অপরাধের সাথে সম্পৃক্ত। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদেরকে গ্রেফতার করা হয়। ৭ জনকেই বিভিন্ন মামলায় মেহেরপুর আদালতের সোপর্দ করা হয়েছে।