44
অপারেশন ডেভিল হান্ট ।। মেহেরপুরে ৩ জন গ্রেফতার
এম চোখ ডট কম, ডেস্ক:
অপারেশন ডেভিল হান্টের আওতায় মেহেরপুরে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে জেলার তিন থানার পৃথক তিনটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে দুই জন আওয়ামী লীগ কর্মী এবং এক জন হত্যা মামলার আসামি রয়েছেন।
পুলিশ জানায়, গেল রাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে হত্যা মামলার আসামি রাশেদ এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসেবে মেহেরপুর শহরের থানাপাড়ার সেলিম ওরফে সোলাইমান এবং গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের পারভেজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সংশ্লিষ্ঠ মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।