অসুস্থ প্রবীণ বিএনপি নেতা লিয়াকত আলীর পাশে আমিরুল ইসলাম।
এম চোখ ডটকম, মুজিবনগর :-মুজিবনগর মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে অসুস্থ বিএনপির প্রবীণ নেতা লিয়াকত আলীকে দেখতে তার নিজ বাড়িতে ছুটে যান মেহেরপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে তিনি লিয়াকত আলীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি লিয়াকত আলীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলীয়ভাবে পাশে থাকার আশ্বাস দেন।
দীর্ঘদিন ধরে লিয়াকত আলী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছেন। তার অসুস্থতায় দলীয় নেতাকর্মীদের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী, যারা লিয়াকত আলীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।