ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগরে জুলাই যুব উন্নয়ন ও মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ক্যাম্পেইনটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিও থেরাপি সেন্টার। চিকিৎসাসেবার মান ও দ্রুত সেবাদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই যুব উন্নয়ন ও মানবকল্যাণ সংস্থার সভাপতি মোঃ আরিফ খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ বাস ব্লাড ব্যাংকের সদস্য মোঃ লালচাঁদ ও আকাশ। মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম মোঃ ফাহাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা জরুরি ও জীবনরক্ষাকারী একটি বিষয়। এ ধরনের ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এমন মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
1