ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগোয়ান ইউনিয়ন কমিটি গঠন
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন মুফতি তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী প্রভাষক খাদেমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম নাঈম।
এ সময় বাগোয়ান ইউনিয়নের নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসরাফিল।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আদর্শ, নৈতিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।