একজন আবুল কাশেমের প্রস্থান
এম চোখ ডট কম, ডেস্ক:
একাধারে তিনি একজন কবি, সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সমাজকর্মী ছিলেন। শিক্ষার আলো জ্বেলেছেন সমাজের অনেক গভীরে। পুরো জীবনটাই ব্যয় করেছেন সমাজকে আলোকিত করার কাজে। আজ মিলে গেলেন গহীন অন্ধকারে। যেখান থেকে আর কখনও ফিরবেন না; ফিরে আসাও সম্ভব না।
বলছিলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের কথা। স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে আলমাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭১) হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল কাশেম মাস্টার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক হিসেবে দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। একই সাথে তিনি একজন গুণী কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন। তার লেখা অসংখ্য কবিতা ও সাহিত্যকর্ম স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমাদৃত হয়েছে।
একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীনতা যুদ্ধে তার সাহসী ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আলমডাঙ্গা কমান্ড ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।