রফিকুল আলম বকুল, এম চোখ ডট কম, গাংনী:
এ সি আই মটরসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজনা করা হয়।
দেশের ১৩টি জেলায় ৩৩টি স্থানে পহেলা বৈশাখ পালনে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন এ সি আই মটরসের প্রতিনিধিরা।
মাহফিলের আগে এ সি আই মটরস্ এর পণ্য প্রদর্শনী, মতবিনিময় সভা, গেম জোন, ফটো বুথ ফ্রি বৈশাখী টি-শার্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোম্পানিটির সেলস ম্যানেজার আতিয়ার রহমান ও সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার (যশোর) আবদুল্লাহ আল মামুন। চুয়াডাঙ্গা এরিয়ার সিনিয়র টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান, যশোর রিজিওনের রিকভারি টেরিটরি ম্যানেজার সিরাজুল ইসলাম, স্থানীয় অফিসার মোঃ ফয়সাল আহমেদ সিদ্দিকীসহ চুয়াডাঙ্গা এরিয়ার সকল অফিসার সার্ভিসের কর্মচারী এবং স্থানীয় কাস্টমার এজেন্ট ডিলার এবং কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
415