গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের বিজয়ের প্রত্যয়ে মুজিবনগর বিএনপির গণমিছিল ও সমাবেশ
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার বিকেলে দারিয়াপুর বাজার থেকে একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোনাখালী বাজারে গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
এছাড়াও মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সুজন, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।