গাংনীতে আপন ভাইয়ের উপরে হামলা!! বাড়িতে ভাংচুর
এম চোখ ডটকম, গাংনী :
গাংনীর বেতবারিয়া গ্রামে পিতাকে নির্যাতন ও মারধরের প্রতিবাদ করায় আপন ভাইকে মেরে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে লালন হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আহত কালাম হোসেন উপজেলার বেদবাড়িয়া পূর্ব পাড়ার মেসের আলীর ছেলে।
কালাম হোসেন জানান, গত ২২/০৯/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় তার আপন ভাই লালন হোসেন তার বৃদ্ধ পিতা মেসের আলীর সঙ্গে বসতবাড়ির বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধাক্কা ধাক্কি ওর নির্যাতন করে। এসময় কালাম হোসেন পিতাকে নির্যাতনের প্রতিবাদ করলে তার আপন সহোদর ভাই লালন হোসেন ও তার ছেলে শান্ত, দেশীয় অস্ত্র হাসুয়া,রড,ও বাশের লাঠি শোঠা নিয়ে ঘাড় পিঠ মাজা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারপিট করে এবং তার ভাইয়ের ছেলে শান্ত দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এ সময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
পরবর্তীতে লালন হোসেন ও তার ছেলে শান্ত কামাল হোসেনের বসতবাড়ির ঘরে ঢুকে ফ্রিজ,টিভি, শোকেস, সহ ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে ও শোকেসে থাকা নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন কামাল হোসেন।
কামাল হোসেন আরো বলেন, দীর্ঘদিন যাবত তার ভাইয়ের নির্যাতনের কারনে তিনি বাড়িতে থাকতে পারেনি পরিবার নিয়ে। তিনি আরো বলেন, আমি কখনো চাইনি আমার আপন ভাইয়ের বিরুদ্ধে কোথাও অভিযোগ করিনি। আমাকে ও আমার পরিবারকে এতটাই নির্যাতন ও মারধর শুরু করেছে আমি বাধ্য হয়ে সকলের সহযোগিতা চাচ্ছি।
এ বিষয়ে ভুক্তভোগী কামাল হোসেন গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।