গাংনীতে এক মাদকসেবীর ২০ দিনের কারাদন্ড
এম চোখ ডটকম,গাংনী:
মেহেরপুরের গাংনীতে আবু সাঈদ (৪৫) নামের এক মাদকসেবীর ২০ দিনের কারাদন্ড ও এক শত টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে তেরাইল বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত আবু সাঈদ ঐ গ্রামের ইউনুস আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, কারাদন্ডপ্রাপ্ত আবু সাঈদ নিয়মিত মাদকসেবী। আজ তাকে তল্লাশী করে এক পুরিয়া গাজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে সে দোষী সাব্যস্ত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় তাকে ২০ দিনের কারাদন্ডাদেশ প্রদান ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দন্ডপ্রাপ্তকে গাংনী থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।