গাংনীতে গ্রাম আদালত ব্যস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা
এম চোখ ডট কম, গাংনী:
ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা এবং আদালতে মামলা জট কমানোর লক্ষ্যে গঠিত গাংনী উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা সোমবার গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সন্ত্রীয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ওই কমিটির সভাপতি আনোয়ার হোসেন। তিনি ৯টি ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রমের তথ্য উত্থাপন করেন।
তিনি বলেন, এ সময়ে মোট মামলা গ্রহণ করা হয়েছে ৭৩টি এবং নিষ্পত্তি করা হয়েছে ৬৪ টি মামলা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, কাজীপুর ইউপির চেয়ারম্যান মুহা. আলম হুসাইন, বামন্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।