17
গাংনীতে চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এম চোখ ডটকম,গাংনী:
চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ মসুর ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামুল্যে বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমের সামনে অনুষ্ঠিত এ প্রণোদনা প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলার ৫ হাজার ৫০০ জন গম চাষি, ২ হাজার ৬০০ জন সরিষা চাষি, ১৩০জন পেঁয়াজ চাষি ও ৭০০ জন মসুর চাষিকে প্রনোদনার আওয়ায় বীজ ও সার প্রদান করা হবে। এ হিসেবে ৮ হাজার ৯৩০ জন চাষি প্রনোদনা সুবিধা পাবেন।