267
গাংনীতে জাতীয় বীমা দিবস পালিত
এম চোখ ডট কম, গাংনী:
জাতীয় বীমা দিবস উপলক্ষে মেহেরপুর গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সকালে সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রথম গেট দিয়ে বের হয়ে দ্বিতীয় গেট দিয়ে ঢুকে একই স্থানে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : হত্যা মামলায় গাংনী উপজেলা কৃষক লীগ সভাপতিসহ আট জনের যাবজ্জীবন কারাদণ্ড রাতে ঢাকার রাস্তায় নারী চিকিৎসককে গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ