গাংনীতে ‘জুলাই জাগরণে সমাজগঠনে শপথ’ ও আলোচনা সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী: ‘জুলাই পূর্ণজাগরণে সমাজগঠনে শপথ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে গাংনীতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম (সোনা), সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, স্থানীয় সাংবাদিক, রাজনীতিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ ‘লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচিতে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান। এতে অংশগ্রহণকারীরা একটি মানবিক, নৈতিক, যত্নশীল, সহিংসতামুক্ত, দারিদ্র্যমুক্ত, সাম্য ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ‘জুলাই পূর্ণজাগরণ’ কর্মসূচি শেষ হয়।