42
গাংনীতে ধানের শীষের মিছিল ও গণসংযোগ
এম চোখ ডট কম, গাংনী:
আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে গণসংযোগ করছেন বিএনপি নেতৃবৃন্দ। এর অংশ হিসেবে মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামে ধানের শীষের পক্ষে মিছিল করা হয়েছে। শুক্রবার বিকেলে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে এ কর্মসুচী বাস্তবায়ন করা হয়।
দেশ গঠনে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালায় নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।