গাংনীতে গানে গানে বাউলদের প্রতিবাদ
এম চোখ ডটকম, গাংনী :
বাউল শিল্পি আবুল সরকারের মুক্তি দাবি এবং বাউলদের উপর নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে বাউল সম্প্রদায়। আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ মানববন্ধনে গানে গানে প্রতিবাদ প্রকাশ করেন লালন ভক্ত বাউল শিল্পিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বাউল সম্প্রদায়ের সভাপতি গোলাম হোসেন। বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মজনু শাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা বাউলবৃন্দ অংশ গ্রহণ করে প্রতিবাদী সঙ্গত পরিবেশন করেন।
বহু জাতি, গ্রোত্র মতের বাংলাদেশে সবাইকে ভালভাবে বাঁচার সুযোগ করে দিতে আবুল সরকারকে ক্ষমা করে মুক্তি দেওয়ার আহবান জানান বক্তারা।
বাইট: মজনু শাহ, সাধারণ সম্পাদক, গাংনী উপজেলা বাউল সম্প্রদায়।