গাংনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ
এম চোখ ডট কম, ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম বেগবান করতে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নামছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা নিজ সংসদীয় আসনে ধানের শীষের প্রতীকের পক্ষে প্রচারণা শুরু করেছে।
ইতোমধ্যে মেহেরপুর-২ (গাংনী) আসনে অনুসারী ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে প্রচারণায় নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান। উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্বাস আলী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাত, সদস্য লিখন ইসলাম, শিমুল আহমেদ, আব্দুল আলিম। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নির্দেশনায় এসকল নেতাকর্মীরা নিজ সংসদীয় আসনে প্রচারণায় অংশগ্রহণ করবেন।