গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ।। স্ত্রী ও সন্তান গুরুতর আহত
এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে পাওয়ার ট্রিলার ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তুহিনের স্ত্রী তমা খাতুন (২৫) এবং দেড় বছরের শিশু কন্যা তানহা।
অবৈধ যান পাওয়ার ট্রিলার ট্রলির দ্রুত গতির কারণে আজ বিকাল ৫টার দিকে এ দুর্ঘটন ঘটে বলে জানায় স্থানীরা।
নিহত তুহিন হোসেন করমদি সন্ধানী পাড়ার জামাল হোসেনের ছেলে এবং পেশায় ইলেকট্রনিক্স মিস্ত্রি।
স্থানীয় সুত্রে জানা গেছে, ধলা গ্রামে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন তুহিন হোসেন। সাহারবাটি ও ভাটপাড়া গ্রামের মর্ধবর্তী রাস্তার বাকে পৌঁছান তিনি। এসময় বিপরিতদিক থেকে দ্রুত গতিতে একটি পাওয়ার ট্রিলার ট্রলি তাকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তুহিন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও শিশু কন্যাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে তাদের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, আজ সকালে ড্রাম ট্রাকের ধাক্কায় মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে একজন নিহত হয়।