163
গাংনীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী শহরের গোরস্থানপাড়া থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনবাবাহীনি। গেল রাত ১২টার দিকে গাংনী সেনাবাহিনী ক্যাম্পের একটি টহল দল পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।
সেনাবাহিনী গাংনী ক্যাম্প সুত্রে জানা গেছে, নিয়মিত একটি টহল দ গোরস্থান সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী পাইপগান টাইপের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। উদ্ধার হওয়া অস্ত্রটি গাংনী থানায় জমা দেওয়া হয়েছে বলে সেনবাহীনি গাংনী ক্যাম্প সুত্রে জানা গেছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বেরার করার চেষ্টা অবহ্যত রয়েছে।