25
গাংনীতে হোমিও চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম, গাংনী :
নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারসহ হোমিও ঔষুধের সঠিক ব্যবহার বিষয়ক জনসচেতনতামূলক সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়েজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারসহ হোমিও ঔষুধের সঠিক ব্যবহার বিষয়ক জনসচেতনতামূলক সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়েজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ড্রাগ সুপার তাহমিদ জামিল, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, বিসিবিএসের গাংনী উপজেলা সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন হোমিও চিকিৎসক।
আলোচনা সভায় নকল ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ প্রতিরোধ এবং এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারসহ হোমিও ঔষুধের সঠিক ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হোমিও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।