53
গাংনীর ধানখোলা ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযয় প্রাঙ্গণে ধানখোলা ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে ধানখোলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে সাংগঠনিক দিক নির্দেশনা মুলক বক্তৃতা করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন জামাতের আমির আব্দুর রাজ্জাক।