গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি রবিউল সম্পাদক জাফর
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম ও জাফর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ রবিবার দুপুরে কেএবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, আহবায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতু এবং বিভিন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্মেলনে রাইপুর ইউনিয়নের মোট ৪শ ৫৯ ভোটরের মধ্যে ৪শ ৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে সভাপতি পদে রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হাফিজুর রহমান ১৩১ ও মোঃ হাসিবুল ইসলাম পেয়েছেন ৯৮ ভোট । অপরদিকে সাধারণ সম্পাদক পদে জাফর আলী ২শত ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিকুল ইসলাম ২০৯ ভোট পেয়েছেন।