গাংনী কাঁচা বাজারে সাংস্কৃতিক সন্ধ্যা
এম চোখ ডট কম গাংনী:
মেহেরপুরের গাংনী কাঁচা বাজারে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে। চাষীদের উৎপাদিত কৃষিপণ্য নায্য মূল্যে বিক্রির লক্ষ্যে খোলা বাজার ব্যবস্থা চালু উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী পৌর বাজার ইজারাদারদের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন মেহেরপুর জেলা ছাড়াও আশেপাশের জেলার শিল্পীরা।
প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গাংনী পৌর বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও হাট ইজারাদার সাহিদুল ইসলাম।
গাংনী পৌর বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মানিক রসুলের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কাজল, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মিলন, কিরে বিষয়ক সম্পাদক বাবু, যুবদল নেতা আজমাইন।
উদ্বোধনের সংগীত পরিবেশন করেন সাইজি আবু সাঈদ।