গাংনী পৌর বিএনপির সম্মেলন ।। সভাপতি ও সম্পাদক পদে প্রার্থী ৫ জন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী পৌর বিএনপির সম্মেলন আগামি ৮ আগষ্ট। সম্মেলনের নির্বাচন কমিশন কর্তৃক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
সভাপতি পদে লড়ছেন ৩ জন। এরা হলেন- গাংনী পৌরসভার ৫নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা এবং পশ্চিম মালসাদহ গ্রামের মনিরুজ্জামান গাড্ডু। মনিরুজ্জামান গাড্ডু উপজেলা ও জেলা বিএনপির কমিটিতে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।
এদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ২ জন। দুজনই গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর। এরা হলেন- ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ এবং ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে বৈধ প্রার্থীর সংখ্যা ৪ জন। এরা হলেন- ইমন হোসেন, এনামুল হক, সুমন (এ্যাডাম) ও সোহেল মাহমুদ।
প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশের পাশাপাশি প্রস্তুত করা হয়েছে কাউন্সিলরদের (ভোটার) নামের তালিকা। গাংনী পৌর সভার ৯ টি ওয়ার্ডে বিএনপির ৯টি সাংগঠনিক ইউনিট রয়েছে। ৯টি ওয়ার্ড কমিটির সদস্যদের মধ্য থেকে যারা কাউন্সিলর মনোনীত হয়েছেন তাদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত হবে বলে জানিছেন বিএনপি নেতারা।