গাংনী সরকারি ডিগ্রী কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
এম চোখ ডটকম, গাংনী :
“জ্ঞান আর দক্ষতায় চলো নিজেকে গড়ে তুলি সত্যের পক্ষে, ন্যায়ের হেলাল পেতে ছুটো অবিরাম বিজয়ের লক্ষ্যে” স্লোগানে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার কলেজের শিক্ষক ছাত্র মিলনায়তনে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাংনী সরকারি ডিগ্রী কলেজ শাখা আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিহাব ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী ও শিক্ষা সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া। বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি সাইদুর রহমান, এফডিইবি জেলা সেক্রেটারী ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম বোরহান, গাংনী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আলজাবির, গাংনী সরকারী কলেজ শাখার সভাপতি শামীম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করা হয় সকল শিক্ষার্থীকে পরে শুরু হয় ক্যারিয়ার গাইড লাইন নিয়ে আলোচনা সভা এসময় বক্তারা বলেন, জীবন গঠনে শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের উচিত নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখা। সঠিক পরিকল্পনা একজন শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।