ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুজিবনগরে উপজেলা বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা বিএনপির আয়োজনে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল, ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে এ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানারসহ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম কালু, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাইয়ানুল ইসলাম।
এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম অহনাফ লিংকনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আয়োজকরা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি স্মরণ করে আমাদের আন্দোলন-সংগ্রামের পথ আরও শক্তিশালী হবে ।