জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম গাংনী উপজেলা শাখার কমিটি গঠন
এম চোখ ডটকম, গাংনী :
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মেহেরপুরের গাংনী উপজেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মহিদুল ইসলাম (উজ্জল) সভাপতি ও আহসান হাবিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন আগামী তিন বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি ফরিদা ইয়াসমিন (দিপা), সহসভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াসাদ আজীম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক তারিক মাহমুদ। নির্বাহী সদস্য হামিদুল ইসলাম, রাসেল আহমেদ, সোহানুর রহমান সোহান, রেবেকা খাতুন, আসমা খাতুন, লিপি সরকার, শরিফুল ইসলাম। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এনডিএম গাংনী উপজেলা শাখার পূর্নঙ্গ কমিটি গঠন করে, কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।