ফরিদনগর ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় নবীন বরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান
এম চোখ ডটকম, মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়ায় অবস্থিত ফরিদনগর ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয় এবং পবিত্র কোরআন হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকনগর ডি.এস. আমিনিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শহিদুল ইসলাম শাহীদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাবিদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অত্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আহসান আলী।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফরিদনগর ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ফাহাদ শেখ।
বক্তারা তাঁদের বক্তব্যে কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, হাফেজে কোরআন তৈরি শুধু একটি শিক্ষা কার্যক্রম নয়; বরং এটি একটি জাতির নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ফরিদনগর ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় নবীন বরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান
1
previous post