বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাংনীতে দোয়া মাহফিল
এম চোখ ডটকম, গাংনী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বাসভবনের সামনে এ দোআ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুলাহ আল মারুফ পলাশ। সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, গাংনী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিন। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।
এছাড়াও মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এর দিক নির্দেশনায় গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।