বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো ফিরলেন দলে
এম চোখ ডট কম, গাংনী:
অবশেষে দলে ফেরার সুযোগ পেয়েছেন জুলফিকার আলী ভুট্টো। তার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। জুলফিকার আলী ভুট্টো মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বহিস্কারাদেশ প্রত্যাহারের পত্র পেয়েছেন জুলফিকার আলী ভুট্টো।
পত্রে বলা হয়েছে, ‘‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।”
এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহারের পর বিএনপি নেতাকর্মীদের মাঝে পজিটিভ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতাকর্মীরা জানিয়েছেন, তেরাইল গ্রামের জুলফিকার আলী ভুট্টো দলের একজন নিবেদিত প্রাণ হিসেবে সুখ্যাতি রয়েছে। তিনি জনপ্রিয় নেতা হিসেবে ২০০৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করতে গিয়ে দল থেকে বহিস্কার হয়েছিলেন।
দলে ফেরার সুযোগ পেয়ে জুলফিকার আলী ভুট্টো বলেন, এর আগেও আমি দুইবার আবেদন করেছিলাম, কিন্তু তখন আবেদন গ্রহণ করা হলেও বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি। এবার আবেদন জমা দেওয়ার পর রাতেই পরিষ্কার আদেশে আমার বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে। এতে আমি খুবই খুশি।
তিনি আরও বলেন, “আমি আবারও দলের হয়ে কাজ করতে চাই। এই মুহূর্তে দল যাকে মনোনয়ন দিয়েছেন, মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনকে বিজয়ী করতে মাঠে সর্বাত্মকভাবে কাজ করব এবং দলের বিজয় নিশ্চিত করব।”