বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গাংনীতে দোয়া মাহফিল
এম চোখ ডটকম, গাংনী :
বিএনপি’র চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুর জেলা, গাংনী উপজেলা, ও গাংনী পৌর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার বাদ মাগরিব গাংনী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠানে গাংনী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিল, বামুন্দী ইউনিয়ন ছাত্রদল সভাপতি রেজানুর রহমান রাজন , তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি বিপুল হোসেন, ধানখোলা ( ক) ইউনিয়ন ছাত্রদল সভাপতি হামিদুল ইসলাম, ধানখোলা (খ) ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুন্না আজিজ, ষোলটাকা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলমগীর হোসেন, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ রকি, রাইপুর ইউনিয়ন ছাত্রদল আহবায়ক আরিফুজ্জামান, ছাত্রদল নেতা খালেদুজ্জামান (রকি) নাহিদ,সোহান,সাধীন, সজল, শাকিব,আমান,আলিফ,সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব বলেন,বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি, তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন, আজ এই মহান নেত্রী মহান মানুষটি আমাদের মাঝে নেই,তবে আমরা তার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা রাজনীতিতে কখনোই পূরণ হবার নই,তবে তার যোগ্য উত্তরসরি তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশকে এগিয়ে নিতে বেগম খালেদা জিয়ার লালিত বাকি স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।