79
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বসতবাড়ির পিছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুজিবনগর থানা পুলিশের একটি টিম। এ সময় উপজেলার মোনাখালী গ্রামের বুলবুল হোসেনের (৩৫) বসত ঘরের পিছনে টয়লেটের নিকট থেকে তিনটি গাজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১০ কেজি ও মূল্য এক লক্ষ টাকা বলে জানাই পুলিশ। এ ঘটনায় আটক করা হয় বসতবাড়ির মালিক বুলবুল হোসেনকে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।