মুজিবনগরে বিদেশি পিস্তল ও গুলিসহ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী আটক
এম চোখ ডট কম :
অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (৪২) অস্ত্র-গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার ভোররাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিল্লাল হোসেন যতারপুর গ্রামের মাদার আলী বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানায় যৌথবাহিনী। অভিযান সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে মেহেরপুর আর্মি ক্যাম্পে ও যৌথ বাহিনীর সদস্যরা যতারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিল্লাল হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি ৭.৬৫ মি.মি. পিস্তল যা মেড ইন ইউএসএ।
অস্ত্র ও গোলাবারুদসহ বিল্লাল হোসেনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।
অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধ তার নামে মামলা দায়ের করে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।