মুজিবনগরে মসজিদের দানবাক্স ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল চোর
এম চোখ ডটকম, মুজিবনগর:মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার স্কুল জামে মসজিদে দানবাক্স ভেঙে টাকা চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনগণ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোর সাগর সকাল সাড়ে দশটার দিকে মসজিদে প্রবেশ করে মসজিদের বারান্দায় থাকা দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে । বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে চোরকে ধরে ফেলেন। উদ্ধার করা হয় চুরি করা নগদ টাকা এবং তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার রড।
আটক ব্যক্তির নাম সাগর (২৮), তিনি মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের আজাদ আলীর ছেলে।
ঘটনার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক সাগরের বিরুদ্ধে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নাজমুল হাসান বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।