মুজিবনগরে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত ।
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুর জেলার মুজিবনগরে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার রতনপুর এলাকায় “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারটির আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বিওয়াইএফসি (BYFC) ও কম্প্যাশন (COMPASSION)–এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। মেহেরপুরকে মাদকমুক্ত করতে হলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপ-পরিচালক জনাব এ জে এম সিরাজুম মুনীর এবং জেলা তথ্য অফিসার জনাব মো. আব্দুল্লাহ-আল-মামুন। তাঁরা বলেন, সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ মাদকবিরোধী আন্দোলনে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি অধিদপ্তরের চলমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিওয়াইএফসি, মুজিবনগরের প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল এবং কম্প্যাশন, রতনপুর, মুজিবনগরের প্রকল্প ব্যবস্থাপক রনি বাড়ৈ।
সেমিনারে স্থানীয় শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, গনমাধ্যম , যুব সমাজ, ছাত্রসমাজসহ বিভিন্ন পেশাজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মেহেরপুর জেলাকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।